মঙ্গলবার,১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | দুপুর ১:০৮
শিরোনাম

এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৫

৮:৫৯ পূর্বাহ্ণ

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র বন্দুকযুদ্ধ চলছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার তানিমার্গ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করার একদিন পরই এই অভিযান শুরু হয়েছে।

সূত্র জানায়, আজ সন্ধ্যায় এই এনকাউন্টার শুরু হয়েছে। দুই সন্ত্রাসী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা করে। এর কয়েক ঘণ্টা পরই কুলগামে শুরু হয় এই সংঘর্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top